হুথিদের হামলায় সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত; নিহত ২

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন হেলিকপ্টারটিতে থাকা ২ পাইলট। খবর ‘গালফ নিউজ’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার (২৯ নভেম্বর) সৌদি সীমান্তের কাছে ভূপাতিত করা হয় হেলিকপ্টারটি।

বিষয়টি নিশ্চিত করে হুথি সামরিকবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টুইটার বার্তায় বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা ২ পাইলট নিহত হয়েছেন। অবশ্য এ ব্যাপারে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি।

আই.এ/

মন্তব্য করুন