রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫০

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯
প্রতীকী ছবি

রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর) ইফতেখায়ের আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ০২ জন, মোহনপুর থানা ০৬ জন, পুঠিয়া থানা ০৯ জন, বাগমারা থানা ০৩ জন, দূর্গাপুর থানা ০৪ জন, চারঘাট মডেল থানা ১৩ জন, বাঘা থানা ০৭ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ৩৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৫ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়।

গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ মাইনুদ্দিন মাইনুল(৩৫) কে ২৪পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ মাসুদ(৩৫) কে ১২বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ উজ্জল হোসেন(২২) কে ২৫গ্রাম গাঁজা এবং ২নং মোঃ শাহাদৎ সরদার(৭০) কে ০৫লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ গ্রেফতার করে।

চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ সাহাবুদ্দিন সুমন(৩০) কে ৫২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আই.এ/

মন্তব্য করুন