বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চবি প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

চবি প্রতিনিধি: স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্ত ও প্রদত্ত নির্দেশনা অনুসারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযোগ্যভাবে উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আড়ম্বর কর্মসূচির মাধ্যমে সুন্দর ও সফলভাবে আয়োজনের সুবিধার্থে সমন্বিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন’ কর্মসূচি প্রণয়ন কমিটি’ এর জরুরী সভা ২৮ নভেম্বর বেলা ১১.৩০ টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

সভায় সম্মানিত সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, হোস্টেলের ওয়ার্ডেন, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক, সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের সভাপতি/পরিচালকবৃন্দ, হিসাব নিয়ামক, আইসিটি সেলের পরিচালক, চবি এপিএ কমিটির ফোকাল পয়েন্ট এবং রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, রাজনীতির মহাকবি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযোগ্যভাবে উদ্যাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির কর্মপরিকল্পনার আলোকে কর্মসূচি প্রণয়ন, বাজেট নির্ধারণ এবং কর্ম সম্পাদনে মাননীয় উপাচার্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও সফলভাবে সম্পাদন করতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সততা, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ খোলামেলা আলোচনা করেন এবং তাঁদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি সফল ও সার্থক করতে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় অঙ্গীকার ব্যাক্ত করেন।

আই.এ/

মন্তব্য করুন