বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আবদুল্লাহ আল নোমান নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুড় এলাকার একটি মেস থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মনিরুল বলেন, ওই ছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা না গেলেও তার নিজ হাতে লেখা একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে যা এখন পুলিশ হেফাজতে রয়েছে।

আই.এ/

মন্তব্য করুন