
নোয়াখালীতে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতাসহ ৫ জন আহত হয়েছেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজির হাটে মঙ্গলবার দিনগত রাতে এই হামলার ঘটে যাওয়া এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কামাল মিয়া বিশেষ কাজে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে গেল রাতে পার্শ্ববর্তী কাজিরহাট বাজারের আসলে আবু ছায়েদ দাইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা কামাল মিয়াসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীদের পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় বাজারের লোকজন আহতদের চিৎকারে এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত কামাল মিয়া ও তার লোকজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ঘটনায় জড়িত আবু সাঈদ দাইয়া নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি হারুন উর রশিদ। আহত কামালা মিয়া জানান, পূর্ব শত্রুতা, মাদক বিক্রিতে বাধা ও কমিটি নিয়ে বিরোধের জেরেই এই হামলা করা হয়েছে।
আই.এ/
