
আফ্রিকার দেশ মালিতে হেলিকপ্টার দুর্ঘটনায় ফ্রান্সের অন্তত ১৩ সেনা নিহত হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এ খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
খবর বলা হয়, ইমানুয়েল ম্যাকরন জেহাদি সংঘঠনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে জানান, মালিতে সন্ত্রাসবিরুদ্ধ অভিযানের সময় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে এবং এসব সেনা মারা যায়।
২৬ নভেম্বর মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এসব সেনা নিহতের ঘটনায় প্রেসিডেন্ট ম্যাকরন গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
চলতি মাসের গোড়ার দিকে মালিতে ফ্রান্সের আরও এক সেনা নিহত হয়েছে। সেসময় ফরাসি ওই সেনার গাড়ির পাশে সন্ত্রাসীদের পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে তার গাড়িটি উড়ে যায় এবং ওই সেনা নিহত হয়।
২০১২ সাল থেকে মালি সহিংসতার কবলে পড়েছে। ওই বছর জেহাদি সংগঠন ‘তোয়ারেগ’ দেশের উত্তরাঞ্চলে দখল করে নেয়। সেখান থেকে আল-কায়েদা ও দায়েশ প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে। সংগঠনগুলোর তৎপরতার মুখে জাতিসংঘ মালিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করেছে। সেখানে বহুসংখ্যক ফরাসি সেনা রয়েছে।
আই.এ/

