
ইসরাইল ও ইরান পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ এটা নতুন কিছু নয়। ছোট খাটো সংঘর্ষ প্রায় হয় এই দুই দেশের মধ্যে। তবে এবার ইরান বড়সড় হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রবিবার (২৪ নভেম্বর) নেতানিয়াহু এক বিবৃতিতে এ দাবি করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, নেতানিয়াহু বলেছেন, ইরানের হামলা প্রতিহত করতে যা কিছু সম্ভব সবই করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার নেতানিয়াহুকে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেন দেশটির এক অ্যাটর্নি জেনারেল। তিনটি পৃথক মামলায় তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।
আই.এ/

