
প্রভাবশালী পাঁচটি মুসলিম দেশ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। এ পরিকল্পনা বাস্তবায়নে আগামী ডিসেম্বরে ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ নামে একটি সম্মেলন আয়োজন করা হবে। ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গড়ে ওঠা নিত্যনতুন সমস্যার সমাধানের প্রচেষ্টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ একটি উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ বাস্তবায়নে বিশ্বের প্রভাবশালী পাঁচটি মুসলিম দেশকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছেন তিনি। এ পাঁচটি দেশের মধ্যে মালয়েশিয়া ছাড়াও রয়েছে পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও কাতার।
বর্তমানে সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্ক। আর মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ বলেন, ২০১৯ সালের ১৮ থেকে ২১ ডিসেম্বর ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ অনুষ্ঠিত হবে। শুরুতে অল্প কয়েকটি দেশ নিয়ে আমরা বসতে যাচ্ছি। তবে ধীরে ধীরে দেশের সংখ্যা বাড়বে।
মাহাথির জানান, শুরুতেই অনেকগুলো দেশ একসঙ্গে আলোচনায় বসলে বিভিন্ন মতানৈক্য সৃষ্টি হতে পারে। তাই প্রাথমিকভাবে পাঁচটি দেশকে বেছে নেওয়া হয়েছে। আশা করি, মুসলমানরা এই উদ্যোগকে সমর্থন করবে।
আই.এ/

