ইবি অধ্যাপককে শিবির আখ্যা দেওয়ায় মানববন্ধন

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক প্রক্টর ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকটনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে ইবি শাখা ছাত্রলীগের বিদ্রোহী নেতাকর্মীরা শিবির আখ্যা দেয়ার প্রতিবাদে শাখা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা মানববন্ধন করেছে।

আজ (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কে শিবির মুক্ত করে প্রগতিশীলতা চর্চার উর্বরক্ষেত্র তৈরীর অগ্রনায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমানকে শিবির আখ্যা ও কুশপুত্তলিকা দাহ যারা করেছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং শাখা ছাত্রলীগের ভাবমূর্তি ফিরিয়ে আনতে প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন

এসময় উপস্থিত ছিলেন, ইবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন, রোজদার আলী রুপম, আনিচুর রহমান লিটন সাবেক সাংগঠনিক সম্পাদক, রাসেল জোয়ার্দ্দার সাবেক সাংগঠনিক সম্পাদক, শাহজাহান কবির সোহেল, মাসুদ হোসেন, মিজানুর রহমান টিটো, রানু হোসেন, মঞ্জুরুল ইসলাম, মিরাজ খান, কানন আজিজ, শফিক খান, ইলিয়াস জোয়ার্দ্দার, জামিরুল ইসলাম, জিল্লুর রহমান, অনিক, আশরাফুল ইসলাম, আবুল খায়ের মোল্লাসহ প্রায় অর্ধশত সাবেক ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আই.এ/

মন্তব্য করুন