বেরোবি উপাচার্যের কাছে শিক্ষক সমিতির ৩ দফা দাবি

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

নাহিদুজ্জামান, বেরোবি প্রতিনিধি: তিন দফা দাবিতে নিয়ে উপাচার্যের নিকট স্মরকলিপি দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২১নভেম্বর) বিকেলে শিক্ষক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার ও সাধারণ সম্পাদক খাইরুল কবীর সুমন স্বাক্ষরিত স্মারকলিপিটি উপাচার্যের অনুপস্থিতিতে তার একান্ত সচিব আমিনুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। স্মারকলিপিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্যের একান্ত সচিব আমিনুর রহমান।

তিন দফা দাবি হল-

১. বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহকে সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে।

২. রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালকে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে।

৩. সিন্ডিকেট সভা, অর্থ কমিটির সভা, নিয়োগ বোর্ড, বাছাই বোর্ডসহ গুরুত্বপূর্ণ সভাসমূহ ক্যাম্পাসের ভিতরে করতে হবে।

আই.এ/

মন্তব্য করুন