খুলনায় চতুর্থ দিনের মতো চলছে বাস ধর্মঘট

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে খুলনায় চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করছে বাসচালক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে খুলনা থেকে কোনও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এছাড়া অভ্যন্তরীণ বেশিরভাগ রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

এদিকে ৯ দফা দাবিতে বুধবার (২০ নভেম্বর) থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

এদিন রাত একটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন সংগঠনটির নেতারা। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

ধর্মঘটের সুযোগে মাহেন্দ্র, মিনি পিকআপ, মাইক্রোবাসসহ ছোট যানবাহনগুলোতে কয়েকগুণ ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীরা।

আন্দোলনরত চালকরা বলছেন, নতুন আইনে দুর্ঘটনার জন্য চালকদেরই দায় নিতে হচ্ছে। পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। চালকরা কাউকে ইচ্ছা করে হত্যা করে না। তারপরও তাদের শাস্তি হবে। এ আইন মেনে নেওয়া যায় না। যার প্রতিবাদে এ কর্মবিরতি।

আই.এ/

মন্তব্য করুন