তেলের মূল্য বৃদ্ধিতে বিক্ষোভে উত্তাল ইরান; নিহত শতাধিক

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯

জ্বালানি তেলের মূল্য ৫০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতন্ত্র ইরানের সিরজান শহরে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যে সরকারবিরোধী এই বিক্ষোভে ছড়িয়ে পড়েছে গোটা দেশে।  চলমান সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১০৬ জনের প্রাণহানি ও আরও অনেক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১৯ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

খবরে জানানো হয়, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইরানের বিক্ষোভ নিয়ে এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছে। যেখানে তাদের দাবি, দ্রুত বাড়তে থাকা এই আন্দোলন প্রতিহতে প্রশাসনকে শক্ত অবস্থান নিতে দেখা গেছে। এমন প্রেক্ষাপটে গোটা দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে রুহানি সরকার। তীব্র বিক্ষোভের মুখে রবিবার (১৭ নভেম্বর) থেক প্রায় সবধরনের ইন্টারনেট সংযোগ ব্লক রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। খবর ‘দ্য নিউ ইয়র্ক টাইমসের’।

তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, শুক্রবার (১৫ নভেম্বর) রাজপথে নেমে রাতভর তীব্র বিক্ষোভ করে সাধারণ মানুষ। গত এক সপ্তাহে দেশটির ২১টি শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে ইতোমধ্যে গ্রেফতারের শিকার লোকের সংখ্যাও হাজার ছাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, সরকারি ঘোষণায় রেশন হিসেবে দেওয়া লিটার প্রতি পেট্রোলের দাম ৫০ শতাংশ বাড়ানোর কথা জানায় কর্তৃপক্ষ। তাছাড়া ব্যক্তিগত গাড়ির জন্য মাসিক বরাদ্দ হিসেবে তেলের পরিমাণ ৬০ লিটার নির্ধারণ করে দেওয়া হয়। এর বাইরে বাড়তি পেট্রোল ক্রয় করার জন্যও বলা হয়।

সরকারের পক্ষ থেকে এই ঘোষণার পরই দেশজুড়ে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। যার অংশ হিসেবে এরই মধ্যে মাশহাদ, কেরমান, তেলসমৃদ্ধ খুজেস্তানসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন হাজার হাজার জনগণ।

আই.এ/

মন্তব্য করুন