ঐক্যবদ্ধ হয়ে সমস্ত অপশক্তির মোকাবেলা করতে হবে: সাবেক ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

কাওছার আহমেদ,পটুয়াখালী প্রতিনিধি: জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা’র কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামীলীগের সকল স্তরের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় সংগঠনকে আরো শক্তিশালী করে দেশের ভেতরে ষড়যন্ত্রকারী অপশক্তি মোকাবেলা করতে হবে।

শুক্রবার (১৫ নভেম্বর ) ১১টায় পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দুমকি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহজাহান আকন সেলিমের উপস্থাপনায় সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী আলমগীর, যুগ্ম সাধারন সম্পাদক আবদুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, দুমকি উপজেলা চেয়ারম্যান কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ বাবুল, দপ্তর সম্পাদক এ্যাড. হারুন অর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক কাজী রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাড. তারিকুজ্জামান মনি প্রমুখ।

আই.এ/

মন্তব্য করুন