
এম.কলিম উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ উপজেলার সাবরাং বাহারছড়া এলাকায় পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৫ নভেম্বর) আনুমানিক রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
সৌদি আরব থেকে প্রবাসী রাহামত উল্লাহ বাড়ীর সদস্যদের বরাত দিয়ে মোবাইলে জানান পুলিশ পরিচয়ে কয়েকজন লোক দরজা নক করলে সরল বিশ্বাসে দরজা খোলে দেয়। তারা বাড়িতে প্রবেশ করে বাড়িতে থাকা থাকা লোকদের মোবাইল কেড়ে নিয়ে তাদের জিম্মি করে মারধর ও লুটপাট করে।
জানা গেছে, ছোট ভাই আমান উল্লাহর সন্দেহ হলে তখন চিৎকার শুরু করলে ডাকাতরা মোটর সাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনো আমান উল্লাহ প্রাণ বাজী রেখে মোটর সাইকেলের পিছন থেকে ডাকাত দলকে আটকানোর চেষ্টা করে চিৎকার করলে ডাকাত দল ২ টি মোটর সাইকল ফেলে পালিয়ে যায়।ডাকাতদল বাড়ীতে থাকা নগদ ৬ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুটকরে নিয়ে যায়।
আমান উল্লাহ গুরুত্বর আহত হয়ে টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ৩ টি জব্দ করে নিয়ে যায়। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা রাহামত উল্লাহ।
আই.এ/
