সাড়ে ৫শ’ যাত্রী নিয়ে চরে আটকে পড়েছে লঞ্চ

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯

সাড়ে ৫শ’ যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি শাহরুখ-২ নামে একটি লঞ্চ হিজলার কালীগঞ্জ নদীর মধ্যবর্তী একটি চরে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই লঞ্চের যাত্রীরা। বুধবার (১৩ নভেম্বর) ভোরে লঞ্চটি ওই চরে আটকা পড়ে।

জানা গেছে, সকাল ১০টার দিকে ওই লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের চরে নামিয়ে দিচ্ছেন। তবে ওই চরটি মানুষের জন্য নিরাপদ নয়।  এমভি শাহরুখ-২ লঞ্চের সারেং মো. শহিদুল ইসলাম বলেন, কুয়াশা থাকার কারণে ঠিকমতো দেখতে না পাওয়ায় লঞ্চটি চরে ওঠে গেছে। আমরা যত শিগগির সম্ভব লঞ্চটি চর থেকে নামানোর জন্য চেষ্টা করছি।

লঞ্চের যাত্রী সিনিয়র সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ ও উন্নয়নকর্মী মো. মাসুদ শিকদার গণমাধ্যমকে বলেন, ঢাকার উদ্দেশে বরগুনা থেকে ছেড়ে আসা এমভি শাহরুখ-২ নামে একটি লঞ্চ বুধবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে চরে আটকা পড়ে। হঠাৎ ধাক্কা লাগার কারণে লঞ্চে থাকা যাত্রীরা ভয়ে আঁতকে ওঠেন। লঞ্চে থাকা প্রায় সাড়ে ৫শ’ যাত্রী রয়েছেন।তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

লঞ্চ কর্তৃপক্ষের কুয়াশা দায়ী করলেও যাত্রীরা বলছেন, আকাশে কোনো কুয়াশা ছিল না, জোছনা থাকা সত্বেও চালক লঞ্চটি চরে উঠিয়ে দেয়। এদিকে বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই লঞ্চটি চরে আটকা রয়েছে।

 আই.এ/

মন্তব্য করুন