
সমাবর্তন অনুষ্ঠান চলাকালীন উত্তপ্ত হয়ে উঠে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। জানা গেছে, ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ঘিরে ঘটনার সূত্রপাত। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রণক্ষত্রের আকার ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ভারতীয় গণমাধ্যম কলকাতা নিউজ সোমবার (১১ নভেম্বর) এখবর দিয়েছে।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রী দরিদ্র। এই পরিস্থিতিতে হোস্টেলের ফি বেড়ে গেলে চূড়ান্ত অসুবিধের সম্মুখীন হবেন তারা। তাই ফি কমানোর ন্যায্য দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
অন্যদিকে, বিক্ষোভরত পড়ুয়াদের ওপর লাঠি চালায় পুলিশ। পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বেশ কিছুদিন ধরেই পড়ুয়াদের আন্দোলন চলছে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। সোমবার সমাবর্তন অনুষ্ঠান চলার সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
গত বছর এই বিশ্ববিদ্যালয়ে ৪৬ বছর বাদে সমাবর্তন অনুষ্ঠিত হয়। বছর পেরোতেই সমাবর্তন অনুষ্ঠানের সময় বিপত্তি! শিক্ষার্থীদের বিক্ষোভ আটকাতে ব্যারিকেডের ব্যবস্থা করে পুলিশ।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য জদগেশ কুমার তাদের গণতান্ত্রিক অধিকার কেরে নিচ্ছে। অন্যায় ভাবে ফি বৃদ্ধিতে মদত দিয়েছে। সেই কারণে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।
তারা এ দিনের সমাবর্তন অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেয়। যেখানে সমাবর্তন চলছিল, সেই অডিটোরিয়ামের সামনে দীর্ঘ লাইন দিয়ে জড়ো হয় পড়ুয়ারা। বিশাল পুলিশ বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা বিশ্ববিদ্যালয়।
আই.এ/

