আবরারের ময়নাতদন্ত সম্পন্ন; শিগগিরই জমা হবে রিপোর্ট

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯

আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলনের পর ঢাকা রেসিডেন্সিয়ালের ছাত্র নাইমুল আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শিগগিরই ময়নাতদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

দাফনের সাত দিনের মাথায় শনিবার কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের একদিন পর রবিবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ডাক্তার মাসুদুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে আবরারের ময়নাতদন্তের রিপোর্ট প্রদান করা হবে। আদালত গত বুধবার জবানবন্দী গ্রহণ শেষে লাশটি কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।

সেই সঙ্গে তার মৃত্যুর পর দায়ের করা ‘অপমৃত্যু’ মামলার সঙ্গে নতুন মামলাটি তদন্ত করে ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

প্রথম আলোর ম্যাগাজিন ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরার রাহাত (১৫) নামের এক শিক্ষার্থী মারা যায়। নাইমুল আবরার রাহাত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

আই.এ/

মন্তব্য করুন