পটুয়াখালীতে বুলবুলে নিহত ১, প্লাবিত পুরো জেলা

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯

কাওছার আহমেদ, পটুয়াখালী প্রতিনিধি: বঙ্গোপ সাগরে সৃষ্ট ঘূর্নিঝড় বুলবুলের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীর সর্বত্র রাতভর প্রবল বর্ষনে জেলা শহরের অধিকাংশ সড়ক সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টি ও জোয়ারের পানিতে বিভিন্ন স্থানে ২ ফুট, কোথায়ও ৪/৫ ফুট পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

জেলা শহর ঘুরে দেখা গেছে শহরের জেলা প্রশাসক সড়ক,পুলিশ সুপার সড়ক, ফায়ার সার্ভিস সড়ক, মুসলিম পাড়া সড়ক, লতিফ স্কুল সড়ক, সরকারী মহিলা কলেজের আংশিক, জুবিলী স্কুল সড়ক পানিতে প্লাবিত হয়েছে।

এছাড়াও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার মাধ্যমে জানা যায় পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জের উত্তর রামপুরা গ্রা‌মে ঘরচাপা পড়ে হামেদ ফকির (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়ায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ফসলি জমি প্লাবিত হয়েছে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে জেলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। শনিবার থেকে ঝড়ো হওয়ার সঙ্গে কখনো মাঝারি কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।

আই.এ/

মন্তব্য করুন