খুলনায় বুলবুল ঘূর্ণিঝড়ে এক নারীর মৃত্যু

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: বুলবুলের প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে গাছ ভেঙে খুলনার উপকূলীয় দাকোপ উপজেলায় প্রমিলা মন্ডল (৫২) নামে এক নারীর প্রাণহানি ঘটেছে।

রোববার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিণ দাকোপে এ ঘটনা ঘটে। নিহত প্রমিলা দক্ষিণ দাকোপের সুভাস মন্ডলের স্ত্রী।

দাকোপ‌ের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, নিহত প্রমিলা দক্ষিণ দাকোপের প্রাধমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে রাতে আশ্রয় নিয়েছিলেন।

সকালে তিনি সাইক্লোন শেল্টারের পাশে নিজের বাড়িতে গিয়ে রান্না শুরু করেন। এ সময় ঝড় শুরু হলে তার বাড়ির পেছনের একটি বড় গাছ ভেঙে পরে। ঘটনাস্থলেই প্রমিলা মন্ডল মারা যান। তিনি আরও বলেন, বুলবুলের আঘাতে উপজেলায় ঝড়ো বাতাসে অনেক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে।

আই.এ/

মন্তব্য করুন