প্রতিমন্ত্রী তার ভুল বুঝতে পেরেছেন : সেতুমন্ত্রী

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯
মোটরসাইকেলে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

পাবলিক ভয়েষ : দায়িত্ব নেয়ার প্রথম দিনেই হেলমেট ছাড়া মোটরসাইকেলে করে সচিবালয়ে যান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত (৮ জানুয়ারি) মঙ্গলবার নতুন দায়িত্ব নেয়ার প্রথম দিনেই মোটরসাইকেলে করে সচিবালয়ে যান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেন।

সে ছবিতে দেখা যায়- তিনি হেলমেট ছাড়া মোটরসাইকেলের যাত্রী হয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়ার ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিষয়টি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

আজ বৃহস্পতিবার সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় জুনাইদ আহমেদ পলকের মাথায় হেলমেট ছাড়া সচিবালয়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করেন।

প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওই প্রতিমন্ত্রী সড়কে হেলমেট ছাড়া মোটরসাইকেলে যাত্রী হওয়ার ঘটনায় আমার কাছে ভুল স্বীকার করেছেন। তাকে আমি এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। পরে তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে আমাকে কথা দিয়েছেন।

মন্তব্য করুন