আইএস নেতা বাগদাদির স্ত্রীকে আটকের দাবি এরদোগানের

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের অভিযানে আত্মঘাতী হওয়া ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদির স্ত্রীকে আটক করা হয়েছে।’

বাগদাদি নিহতের সপ্তাহখানেক পর সিরিয়া থেকে তার এক বোনকে আটকের পর এবার তার স্ত্রীকে আটক করা হলো। বুধবার (৬ অক্টোবর) আঙ্কারায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, ‘যুক্তরাষ্ট্র বলেছে, বাগদাদি একটি সুড়ঙ্গের ভেতর আত্মঘাতী হয়েছেন। তারা এ বিষয়টি নিয়েই গণমাধ্যমে প্রচার শুরু করেছে। আমি এই প্রথম ঘোষণা করছি, আমরা বাগদাদির স্ত্রীকে আটক করেছি তবে মার্কিনিদের মতো এ নিয়ে হইচই করিনি।  একইভাবে আমরা বাগদাদির বোন ও বোনের স্বামীকেও সিরিয়া থেকে আটক করেছি।’

গত ২৬ অক্টোবর সিরিয়ায় মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন বাগদাদি। পরে ওই অভিযানের স্যাটেলাইট ভিডিও প্রকাশ করে ওয়াশিংটন। সবশেষ ৩১ অক্টোবর আইএস-এর পক্ষ থেকেও বাগদাদি হত্যার সত্যতা নিশ্চিত করে জঙ্গিদের নতুন নেতার নাম ঘোষণা করা হয়।

আই.এ/

মন্তব্য করুন