৩ মাস পর রেল যোগাযোগ চালু হচ্ছে কাশ্মীরে

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯

তিন মাসেরও বেশি সময় পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে রেল যোগাযোগ শুরু হচ্ছে। বুধবার সরকারি এক মুখপাত্র সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, আগামী সোমবার (১১ নভেম্বর) পুনরায় এই রাজ্যের সঙ্গে রেল যোগাযোগ শুরু হবে।

চলতি বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওই দিন থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে কাশ্মীর। সেখানকার জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা।

আটক করা হয়েছে শত শত নেতাকর্মীকে। তখন থেকে উত্তর কাশ্মিরের বারামুল্লা থেকে দক্ষিণ কাশ্মীরের বানিহাল পর্যন্ত রেল যোগাযোগও বন্ধ ছিলো কাশ্মীর। কাশ্মীরে বিভাগীয় কমিশনার বশির আহমেদ খান রেল কর্তৃপক্ষকে তিনদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছেন।

১০ নভেম্বর পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। এরপর ১১ নভেম্বর চূড়ান্তভাবে ‍চালু করা হবে রেল যোগাযোগ। রেল কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন বশির আহমেদ। রেল যোগাযোগ ছাড়াও কাশ্মীরের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও এই বৈঠকে সিদ্ধান্ত আসে বলে জানা যায়। তবে ওই মুখপাত্র বিস্তারিত কিছু জানাননি।

আই.এ/

মন্তব্য করুন