ইসলামী আন্দোলন খুলনা মহানগরের মাসিক সভা

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক সভা নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ‘র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মো. নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় চলতি মাসে দাওয়াতী সভার কাজ আরও বেগবান করা এবং আগামী ২৬,২৭,২৮ নভেম্বর চরমোনাই মাহফিল সফলসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সময়ের খবর পত্রিকার সম্পাদক তরিকুল ইসলাম ও রিপোর্টার রকির বিরুদ্ধে মামলার নিন্দা জানানো হয় এবং প্রত্যাহার করার আহবান জানান

মাসিক সভায় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি আলহাজ্ব মাও. মোজাফ্ফার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করিম, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মাও. দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম কাবির, সহ প্রচার আব্দুর রশীদ, দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম, সহ দপ্তর মুফতী আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, সহ প্রশিক্ষণ মাও. হাফিজুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক মাও. ইমরান হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, নির্বাহী সদস্য মাও. সিরাজুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহা. সাইফুল ইসলাম, সহ সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন