ইবিতে দুই ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

ইবি প্রতিনিধি:  ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ‘এ’ ইউনিটের এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে।

৪ নভেম্বর ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য ড. মোঃ শাহিনুর রহমান,কোষাধ্যক্ষ ড. সেলিম তোহা,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্ম্মনসহ প্রমুখ।

এ সময় উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, নিশ্চয় এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ ভর্তি পরীক্ষা। এখানে আমাদের ২৩০৫ টি আসনের বিপরীতে ৬১৯৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং আমরা পরীক্ষা সুষ্ঠু সুন্দর সাবলীলভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্নক ব্যবস্থা করেছি এবং শুরুটা অত্যন্ত চমৎকার হয়েছে। আমরা আশাবাদী শেষ পর্যন্ত আমরা শতভাগ নকল মুক্তভাবে ও প্রশ্নফাঁস মুক্ত ভাবে করতে সক্ষম হবো।

প্রসঙ্গত, এ বছর থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনটে ৮৭ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

এ বিষয়ে প্রক্টর (চলতি দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেন পরীক্ষার্থীরা কোনো ধরনের ভোগান্তির শিকার না হতে হয় সে জন্য সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। আজকের ভর্তি পরীক্ষা সার্বিক দিক থেকে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আই.এ/পাবলিকে ভয়েস

মন্তব্য করুন