
কাওছার আহমেদ,পটুয়াখালী প্রতিনিধি: ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী হাসপাতালের গাইনী বিভাগের অপারেশন থিয়েটারের চারটি ওটি লাইটের তিনটি লাইটই ব্যবহার অযোগ্য থাকায় দিনের বেলায় সূর্যের আলোতে ঝুঁকি নিয়ে অপারেশন করতে হচ্ছে চিকিৎসকদেরকে।
রবিবার দুপুর ১২টায় উক্ত গাইনী বিভাগের অপারেশ থিয়েটারে ওটিতে জনৈক এক সিজারিয়ান রোগীকে দ্বিতীয় স্টেজে সেলাই কাজ করার সময় প্রত্যক্ষ করা গেছে চারটি ওটি লাইটের তিনটি ওটি লাইট বন্ধ রয়েছে। এসময় সূর্যের আলোতে সিজার অপারেশন ও সেলাই কাজ করতে দেখা গেছে।
নার্সরা জানায়, দীর্ঘদিন ধরে দুটি ওটি লাইট বিনস্ট এবং একটি ওটি লাইট জোনাকী পোকার মতো জ্বলে আর নেভে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আপনারা সাংবাদিকরা এ গুলো দেখেন না! মন্ত্রনালয়ে নতুন ওটি লাইট দিতে বলেন!
এ ব্যাপারে ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায় ডা. মো. সাইদুজ্জামান জানান, তিন মাস আগে স্থানীয় টেকনিসিয়ান দিয়ে কাজ করানো হয়েছে। বর্তমানে ওটি লাইটের সমস্যার রিপোর্ট পাই নাই, অফিসের কাজে ঢাকা যাচ্ছি এসে স্থানীয় টেকনিসিয়ানদের দিয়ে কাজ করাবো, তবে নতুন ওটি লাইট সরবরাহ হলে সমস্যার স্থায়ী সমাধান হতো। আমাদের সার্জারী ডাক্তারা এক্সপার্ট। তারা দিনে অপারেশন করতে পারে জানালেন তত্বাবধায়ক।
জানাগেছে হাসপাতালের তিনটি এক্স-রে মেশিন দীর্ঘ চার বছর ধরে বন্ধ রয়েছে। একটি এক্স-রে মেশিন দিয়ে কাজ চলছে। জনৈক রেডিওলজিস্ট জানান, ২৫০ বেডের হাসপাতালে একটি ডিজিটাল এক্স-রে মেশিন আবশ্যক। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীরা।
আই.এ/
