জেল হত্যা দিবস: রাজশাহীতে মোমবাতি প্রজলন ও শোক র‌্যালি

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহীতে জেল হত্যা দিবস ও জাতীয় ৪ নেতার স্মরণে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন ও শোক র‌্যালি করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার দৌহিত্রী ও ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার নেতৃত্বে নগর ছাত্রলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই কর্মসূচিতে অংশ নেয়।

এর আগে জেল হত্যা দিবস উপলক্ষে রাতে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বাধীনতা চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। শোক র‌্যালিটি নগরীর জিরো পয়েন্ট ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করে এক মিনিট নিরবতা পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতৃবৃন্দ।

/এসএস

মন্তব্য করুন