সেভেন সিস্টার্স রাজ্যে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনা রয়েছে: আসামের অর্থমন্ত্রী

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশীপ সংলাপ

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯

কেন্দ্রীয়ভাবে ভারত বাংলাদেশের মধ্যে ব্যাপক বাণিজ্য ঘাটতি থাকলেও উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশের রপ্তাণী বাণিজ্য বেড়েছে বলে জানিয়েছেন আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ভারতের সেভেন সিস্টার্স রাজ্যে বাংলাদেশের বিপুল বানিজ্য সম্ভাবনা রয়েছে।

কক্সবাজারে চলতি নবম বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের আজ শনিবার দ্বিতীয় ও শেষ দিনে আঞ্চলিক কানেক্টিভিটি নিয়ে এক আলোচনায় আাসামের অর্থমন্ত্রী এ কথা বলেন।

শনিবার সংলাপের প্রথম সেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে দুই দেশের কর্মসংস্থান বৃদ্ধিতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারনের উপর আলোচনা অনুষ্টিত হয়।

এতে বাংলাদেশের পক্ষে ভারতের ভিসা প্রাপ্তি এবং স্থলপথে পণ্য আমদানি রপ্তানি আরো সহজ করার আহ্বান জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার (১ নভেম্বর) বিকালে ইনানী সাগরতীরের একটি হোটেল এই সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমর্থনে ফ্রেন্ডস অব বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

/এসএস

মন্তব্য করুন