পর্যটকদের জন্য খুলে দেওয়া হল থাইল্যান্ডের সেই গুহা

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯

পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে থাইল্যান্ডের একটি গুহা। যে গুহার ভেতর ১২ জন শিশু কিশোর এবং তাদের কোচ আটকা পড়েছিল।

সেটি দীর্ঘ ১৫ মাস পর আবার খুলে দেওয়া হল। এখন পর্যটকরা আবার সেই গুহার ভেতর ঢোকার অনুমতি পাচ্ছেন। ব্রিটিশভিত্তিক গণমাধ্যম বিবিসি এখবর দিয়েছে।

খবরে জানানো হয়, শুক্রবার প্রথমবার এটি খুলে দেয়ার পর হাজারো পর্যটক লাইনে দাঁড়ান গুহাটিতে প্রবেশের সুযোগ পাবার জন্য।

১৫ মাস আগে ভেতরে ঢুকে কিশোর ফুটবলারদের ওই দলটি গুহায় আটকা পড়ার পর বিশ্বজুড়ে তা সাড়া ফেলেছিল। ১৭ দিন পর ৯০ জন ডুবুরির সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছিল।

আই.এ/

মন্তব্য করুন