আইএস-এর নতুন প্রধান ইব্রাহিম আল-হাশেমি

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯

সন্ত্রাসী গোষ্ঠী আইএস শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদীর মৃত্যুর পর সংগঠনটির নতুন প্রধান হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির। আইএসের গণমাধ্যম শাখা আল-ফুরকানে এক অডিও বার্তায় এই বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানিয়েছে রয়টার্স।

এতে বাগদাদির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়। আইএস-এর নতুন দায়িত্বপ্রাপ্ত হাশেমির ছবি ও পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি।

যুক্তরাজ্যের ওয়েলসে একটি বিশ্ববিদ্যালয়ের আইএস বিষয়ক গবেষক আইমেন আল তামিমি বলেছেন, ‘এ নামটি অপরিচিত। এই ব্যক্তি হাজ আবদুল্লাহ নামের এক শীর্ষ ব্যক্তিত্ব হতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় যাকে বাগদাদির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে চিহ্নিত করেছিল। আমরা সম্ভবত এই ব্যক্তিকে চিনি। যিনি হয়ত মাত্রই নতুন নাম ধারণ করেছেন’

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন