জাবিতে ধর্মঘটের চতুর্থ দিন: সহকারী প্রক্টরকে হামলার অভিযোগে মানববন্ধন

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রভাষক মহিবুর রৌফ শৈবালের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শাস্তির দাবি জানিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে শহীদ মিনার সংলগ্ন সড়কে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী এবং সম্পাদক অধ্যাপক বশির আহমেদ স্বাক্ষরিত এক হ্যান্ডনোটে বলা হয়, গতকাল (৩০ অক্টোবর) বুধবার সকাল সাড়ে নয়টায় পুরাতন কলা ভবনের প্রধান ফটকে আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ভবনে প্রবেশ করা নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের উপর কতিপয় আন্দোলনকারী শিক্ষার্থী অতর্কিত হামলা করে। ফলে তিনি মারাত্মকভাবে আহত হন। এই ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ বলে আক্রমণকারী শিক্ষার্থীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুহু আলম বলেন, নীতি-নৈতিকতাভুক্ত কোনো শিক্ষার্থী একজন শিক্ষকের গায়ে হাত তুলতে পারে না। ছাত্র নামধারী ‘জামাত-শিবির’ এই কাজ করেছে। এছাড়া তিনি উপাচার্যের কাছে এর তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে বিচার দাবি করেছেন।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। তাদের যেমন আন্দোলন করার অধিকার রয়েছে, তেমনি সাধারণ শিক্ষার্থীদের ক্লাস করার অধিকার রয়েছে।

তিনি আরো বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। এই ধরনের ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অবশ্যই আতংকের মধ্যে ফেলছে।

এদিকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারের আন্দোলনকারীদের মুখপাত্র মো. জহির রায়হান এই বিষয়ে বলেন, তারা মিথ্যাচার করছেন। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আমিন চৌধুরী জয় গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন সহকারী প্রক্টর এসে তাকে টেনে মাটিতে ফেলে দেন এবং সাথে নিজেও পড়ে যান।

তিনি আরো বলেন, যারা এ ধরনের মিথ্যাচার করতে পারেন, তারা শিক্ষক হওয়ার যোগ্য নয়।

/এসএস

মন্তব্য করুন