বাগদাদির ডেরায় মার্কিন অভিযানের প্রথম ভিডিও প্রকাশ

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আবু বকর আল বাগদাদির ডেরায় মার্কিন সেনাবাহিনীর অভিযানে প্রথম ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন, যে অভিযানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিহেত হন সন্ত্রাসী গোষ্ঠী আইএসের শীর্ষ নেতা।

বুধবার প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যায়, মার্কিন ‘স্পেশাল ফোর্সের’ সদস্যরা হেলিকপ্টার নিয়ে বাগদাদির আস্তানার দিকে এগিয়ে যাওয়ার সময় নিচে আইএস সদস্যদের দিকে গুলি ছুড়ছে।

ওই অভিযানের মধ্যে একটি টানেলের ভেতরে সুইসাইড ভেস্টে বিস্ফোরণ ঘটিয়ে বাগদাদি নিজেকে উড়িয়ে দেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভাষ্য। বিবিসি লিখেছে, গত শনিবার ওই অভিযানের পর মার্কিন ‘স্পেশাল ফোর্সের’ ওই অভিযান শেষে বাগদাদির ওই আস্তানা বোমায় উড়িয়ে দেওয়া হয়।

আই.এ/

মন্তব্য করুন