আফগানিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ; আহত ৯

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

আফগানিস্তানের হেরাত শহরের একটি হুসাইনিয়ার কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ফলে ৯ জন আহত হয়েছেন। সোমবার (২৮শে অক্টোবর) দিবাগত রাতে হেরাত শহরের ইমাম হাদী (আ.) নামক একটি হুসাইনিয়ার কাছে এই আত্মঘাতী হামলা চালানো হয়েছে।

এই হামলার ফলে ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। ঘাতক এই হুসাইনিয়াতে হামলা চালাতে চেয়েছিল। কিন্তু লক্ষ্যস্থানে পৌঁছানোর পূর্বে বোমাটির বিস্ফোরণ ঘটে।

হেরাতে নিরাপত্তা বাহিনী পূর্বে থেকে গোপনসূত্রে হামলার বিষয়টি জানতে পারে এবং ঘটত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা বাহিনীকে দেখার পর নিজের কাছে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটায়।

ঘটনাস্থল থেকে নিহত একজনের লাশ এবং আহত ৭ জনকে হেরাতের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নিহতদের মধ্যে একজনের লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এখনো পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

আই.এ/

মন্তব্য করুন