
আফগান তালেবান এবং আমেরিকার মধ্যে শান্তি আলোচনা সম্ভবত খুব শিগগিরি শুরু হবে। পর্দার আড়ালে এ নিয়ে নানামুখী তৎপরতার কারণে এমন আশা করা হচ্ছে। দু’পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে পাকিস্তান এবং আরও কয়েকটি দেশ বিশেষভাবে তৎপর রয়েছে।
এসব দেশ চাইছে ১৮ বছরের সংঘাত শান্তিপূর্ণভাবে সংলাপের মাধ্যমে অবসান হোক। গতমাসে আমেরিকা এবং আফগান তালেবানরা চূড়ান্ত চুক্তির একেবারে কাছাকাছি ছিল কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে শান্তি প্রক্রিয়া থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিলে তাতে অচলাবস্থা দেখা দেয় এবং চুক্তি আর সই হয়নি।
কিন্তু পর্দার আড়ালের কিছু প্রচেষ্টা আবার দুই পক্ষকে শান্তি আলোচনার কাছাকাছি আনে এবং এ ব্যাপারে পাকিস্তান সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে।
গত শুক্রবার পাকিস্তান, রাশিয়া এবং চীন আফগান শান্তি প্রক্রিয়ার ব্যাপারে মস্কোয় বৈঠকে বসে। ওই বৈঠকে আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমায় খালিলজাদও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শান্তি প্রক্রিয়া আবার শুরু করতে চীন, রাশিয়া এবং পাকিস্তান আমেরিকার প্রতি আহ্বান জানায়।
এছাড়া, চলতি মাসের প্রথমদিকে মোল্লা আবদুল গণি বারাদারের নেতৃত্বে তালেবানের একটি প্রতিনিধিদল এবং জালমায় খালিলজাদ ইসলামাবাদে বৈঠক করেন। এরপর থেকে দু’পক্ষ বর্তমান অচলাবস্থা দূর করার জন্য চেষ্টা চালিয়ে আসছিল।

