
ভারতের অবৈধভাবে কাশ্মীর দখলের বিরুদ্ধে বিশ্বজুড়ে পাকিস্তানিরা ও কাশ্মীরের জনগণ রোববার (২৭ অক্টোবর) কালোদিবস পালন করেছেন। রেডিও পাকিস্তান ও ডন এ খবর দিয়েছে।
১৯৪৭ সালের ২৭ অক্টোবর অবৈধভাবে কাশ্মির দখল করে ভারত। তাদের এই দখলদারিত্ব প্রত্যাখ্যান করে পাকিস্তান। এই বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে গতকাল নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে এই কর্মসূচি পালিত হয়েছে। দখলিকৃত কাশ্মির অচল করে দিয়ে এই কালোদিবস পালিত হয়েছে।
গত ৫ আগস্ট কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে ভারত। এর পর থেকেই ওই অঞ্চলজুড়ে হতাশা, ক্ষোভ ও আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। এরপর সেখানে বিভিন্ন বিধিনিষেধ ও যোগাযোগ ব্যবস্থা বেহাল হওয়ায় মানুষজন ব্যাপক দুর্ভোগে পড়েছেন। কেন্দ্রীয় সরকার বার বার সেখানকার পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

