সবাইকে নিয়ে আত্মঘাতী হয়েছেন বাগদাদি; ডিএনএ টেস্টে প্রমাণ

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিযানে আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন বলে জানান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছুটির দিন রোববার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তাদের ‘স্পেশাল ফোর্সের’ অভিযানের মধ্যে বিস্ফোরকভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটান বাগদাদি।

অপর প্রান্ত দিয়ে বের হওয়ার সুযোগ না থাকা একটি সুড়ঙ্গের ভেতরে দৌড়ে গিয়ে মারা পড়েন বাগদাদি। যুক্তরাষ্ট্রের কুকুরগুলো তাড়া করায় ‘চিৎকার, আর্তনাদ ও কান্না করতে করতে’ যাচ্ছিলেন তিনি। ট্রাম্পের ভাষ্যমতে, এ সময় তিন শিশু সন্তান সঙ্গে ছিল বাগদাদির, বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে নিয়ে মারা যান তিনি।বিস্ফোরণে তার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। পরে ডিএনএ টেস্টে তার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য নিহত হয়নি এবং বাগদাদির বেশ কয়েকজন অনুসারী নিহত হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। ‘অতি গুরুত্বপূর্ণ তথ্য ও জিনিসপত্র’ উদ্ধারের কথাও বলেছেন তিনি। আইএসের শীর্ষনেতা বাগদাদির মৃত্যুর ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছেন, বিশ্ব এখন আগের চেয়ে অনেকটা নিরাপদ হয়েছে।

ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণে ২০১৪ সালে ‘খেলাফত’ ঘোষণা করে বিশ্বব্যাপী আলোচনায় আসেন ইসলামিক স্টেট-আইএসের নেতা বাগদাদি। এরপর অধিকৃত এলাকায় নৃশংসতার খবর প্রকাশ হয়, যাতে নিহত হন ভিন্ন মতাবলম্বী হাজার হাজার মানুষ।

এরইমধ্যে বাশার আল আসাদকে রক্ষায় সিরিয়ায় রাশিয়ার সামিরক হস্তক্ষেপ, অপরদিকে আইএসের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর অভিযান-এই দুইয়ে ক্রমশ এলাকা হারাতে থাকে আইএস। এ বছরের শুরুর দিকেই আইএসের ‘খেলাফত’ ধ্বংসের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন