
সিরিয়ার হাসাকা প্রদেশের রাস আল-আইন শহরের কাছে তুর্কি ও সিরীয় বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল রোববার (২৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। টিভি চ্যানেলটি সংঘর্ষে হতাহতের কোনো তথ্য দেয়নি।
তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের সঙ্গে তাদের সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে এবং এতে তাদের একজন সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছে। এদিকে, সিরিয়ার সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলে নতুন নতুন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে।
সিরিয়ার সরকারি বাহিনী হাসাকা প্রদেশের নয়টি গ্রাম এবং কামিশলি শহরের পশ্চিমাঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর অভিযানে কুর্দি যোদ্ধারা সহযোগিতা করছে বলে খবর পাওয়া গেছে।
গত ১৭ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান উত্তর সিরিয়ায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে চুক্তিতে সই করেছেন। অবশ্য ওই চুক্তি সইয়ের কয়েক ঘণ্টা পরই তুর্কি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে সিরিয়ার সরকার ও কুর্দি যোদ্ধারা।
আই.এ/পাবলিক ভয়েস

