
নাহিদুজ্জামান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ৬টি অনুষদে ২১টি বিভাগের অধীনে ১ হাজার ৩১৫টি সিটের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৭৭ হাজার ৭২৪টি।
রবিবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে (কলা অনুষদ) আবেদন করেছেন ২০ হাজার ৭৯২ জন, ‘বি’ ইউনিটে (সামাজিকবিজ্ঞান অনুষদ) ২৩ হাজার ৯২ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৯ হাজার ৮৭৫ জন, ‘ডি’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৮ হাজার ৮৬০ জন, ‘ই’ ইউনিটে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ৬ হাজার ৯১৫ জন এবং ‘এফ’ ইউনিটে (জীব ও ভূবিজ্ঞান অনুষদ) আবেদন করেছে ৮ হাজার ১৯০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি অনুষদে ২১টি বিভাগের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ১৪ ডিসেম্বর। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) পাওয়া যাবে।
/এসএস
		
