
নাজমুল হাসান, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৪৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ অক্টোবর (শনিবার) ‘বরিশাল বিভাগীয় ছাত্র সমিতি চবি’র উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন জিরো পয়েন্ট মসজিদে মাগরিবের নামাজ শেষে এক আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান হৃদয় এর উদ্যেগে এসময় দোয়া মুনাজাতে উপস্থিত ছিলেন উক্ত সমিতির সভাপতি অমিত মাহমুদ রাফি, পাবলিক ভয়েস এর রিপোর্টার মো: নাজমুল হাসান সহ সমিতির বর্তমান কমিটির অন্যান্য সদস্যগন ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম সাহেব। শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৪৬ তম জন্মদিনে তার জীবন কর্মের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও আজকে ২৭ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া করা হয়।
শেরে-ই-বাংলা আবুল কাশেম ফজলুল হক বাঙালি রাজনীতিবিদ।বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত ছিলেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরেবাংলা (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিস্তান করেছেন তার মধ্যে কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী অন্যতম দায়িত্বে ছিলেন । যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম।
এ. কে. ফজলুক হক ১৮৭৩ সালে ২৬ অক্টোবর বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি কাজী মুহম্মদ ওয়াজেদ এবং সাইদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন।
আই.এ/পাবলিক ভয়েস
		
