জুয়ার আসর থেকে আটক বেরোবির ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯

নাহিদুজ্জামান, বেরোবি প্রতিনিধি: জুয়ার আসর থেকে আটক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল সাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়।

তথ্য সূত্রে জানা যায়, গতকাল (২৩ অক্টোবর) বুধবার রাত ১০ টায় রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া মৌজার বাস স্ট্যান্ডের নিকটস্থ টিনের ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহকারী রেজিস্ট্রার এস এম আব্দুর রহিমকে আটক করে পুলিশ। পরে রাতেই পুলিশ তাদেরকে কোর্টে চালান করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে কাওনিয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, জুয়ার আসর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকতাসহ ১২ জনকে আটক করা হয়। আটককৃতদের রাতেই কোর্টে চালান দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান (চলতি দায়িত্ব) বলেন, কাউনিয়া থানা আটকের বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আই.এ/

মন্তব্য করুন