রাবি প্রশাসনের অপসারণ দাবিতে অটল প্রগতিশীল শিক্ষকদের একাংশ

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে দুর্নীতিবাজ উল্লেখ করে তাদের অপসারণের দাবিতে অটল বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের একাংশ। দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে ফের মানববন্ধন কর্মসূচি পালন করতে দেখা গেছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ব্যানারে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক আশাবুল হক, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতানুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদি, আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন