
শুক্রবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের একটি মসজিদে জুমার নামাজের সময় বোমাহামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নানগাহার প্রদেশের গভর্নর আয়াতুল্লাহ খোগিয়ানি বিষয়টি নিশ্চিত করেছেন।
খোগিয়ানির বরাতে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, শুক্রবারে জুমার নামাজের জন্য মসজিদে আসা মানুষের ওপর এ হামলা হয়। এতে অন্তত ৬২ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ৩৬ জন।
হাসকা মেনা জেলায় জওদারা এলাকার ওই মসজিদের ভেতরে পেতে রাখা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে মসজিদটির ছাদ পুরোপুরি ভেঙে পড়েছে বলেও তিনি জানান।
এদিকে আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সেদিক সেদ্দিকী এক টুইটার বার্তা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি একটি আত্মঘাতী হামলা। তিনি এ হামলার জন্য তালেবান ও তাদের সহযোগীদের দায়ী করেছেন। তবে এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
/এসএস

