ইমরানের শান্তি উদ্যোগ এগিয়ে নিতে সৌদির আরবের সম্মতি

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা রক্ষার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে উদ্যোগ নিয়েছেন তাকে আরো সামনে এগিয়ে নেয়ার ব্যাপারে সৌদি আরব সম্মত হয়েছে। শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে এবং এ বিষয়ে ঘনিষ্ঠভাবে পরামর্শ করার জন্য পাকিস্তান ও সৌদি আরব একমত হয়েছে বলে জানা গেছে।

গতকাল (মঙ্গলবার) পাক প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফরে যান এবং তিনি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান এবং রাজা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে আলাদা আলাদা বৈঠকের পর এ বিষয়ে একটি সমঝোতা হয়।

পাক প্রধানমন্ত্রী আজ সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরে আসেন। সৌদি সফরের সময় বাদশা সালমান ও যুবরাজ মোহাম্মদ এর কাছে ইমরান খান ইরানের সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনা নিরসন করার ব্যাপারে পাকিস্তানের আগ্রহ ও প্রচেষ্টার কথা জোরালোভাবে তুলে ধরেন।

এর আগে গত রোববার ইরান সফরে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি এবং দেশটির সর্বোচ্চ ধমীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠক করেন ইমরান খান। এতে বড় ধরনের সংঘাত থেকে দূরে থাকার গুরুত্বের ওপর জোর দেন তিনি।

ইমরান খান, ইরান সফরে তেহরান ও রিয়াদের মধ্যকার উত্তেজনা প্রশমনের ব্যাপারে কথা বলেন। দুই দেশের যুদ্ধাবস্থা শিথিল করতে মধ্যস্থতার ঘোষণা দেন।

সম্প্রতি, সৌদি তেল স্থাপনা ও ট্যাংকারে পরপর কয়েকটি হামলার পর উপসাগরীয় অঞ্চলে চিরবৈরী দেশ দুটির মধ্যে উত্তেজনা বাড়ছে। এতে সৌদি ও ইরানের মধ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

পরে সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের চতুর্থ বার্ষিক অধিবেশনের সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে তাকে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। নিউইয়র্ক থেকে দেশে ফেরার কয়েকদিন পর ইমরান খান প্রথম ইরান সফর করেন। এরপর গতকাল তিনি সৌদি আরব সফরে যান।

/এসএস

মন্তব্য করুন