
আনোয়ার হুসাইন(স্টাফ রিপোর্টার)
আজ ১২ নভেম্বর, বুধবার আন্দোলনরত আটদলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে নিন্মোক্ত সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হয়।
১. আগামী কাল ১৩ নভেম্বর, বৃহস্পতিবার পতিত ফ্যাসিবাদের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আটদলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ রাজপথে অবস্থান করবেন। একই সাথে ফ্যাসিবাদ বিরোধি সকল রাজনৈতিক শক্তিকে রাজপথে নেমে আসার আহবান জানানো হয়েছে।
২. ১৪ নভেম্বর, শুক্রবার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচদফা দাবিতে দেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল।
৩. ১৬ নভেম্বর রবিবার, সকাল এগারোটায় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরমধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষনা করা হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান লিখিত সিদ্ধান্ত পড়ে শোনান।
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মুহাম্মাদ গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ আটদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

