
বুয়েটের আর কোনো শিক্ষার্থী যেন অত্যাচারিত না হয় তা নিশ্চিত করবে বুয়েটের শিক্ষার্থীরা। আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত গণশপথ কর্মসূচি থেকে আজ বুধবার এ শপথ গ্রহণ করে শিক্ষার্থীরা।
এছাড়াও অপরাধীদের স্থায়ীভাবে বহিষ্কার না করা হলে শিক্ষার্থীরা একাডেমিক কর্মকাণ্ডে ফিরে যাবে না বলেও শপথ করে শিক্ষার্থীরা।
এর আগে গতকাল মঙ্গলবার চলমান আন্দোলনের মাঠ পর্যায়ের আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীরা। তারা জানায় আজ বুধবার গণশপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আন্দোলন বন্ধ ঘোষণা করা হবে। তার আগে সন্ত্রাসের বিরুদ্ধ নেওয়া হবে গণশপথ।
এদিকে পুলিশের তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের পর বুয়েট কর্তৃপক্ষ দোষীদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। আজ বুধবার তিনি আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের এ কথা জানান।
/এসএস

