বরিশাল বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলিকে শোকজ

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) নির্বাহী প্রকৌশলি মো: মুরশীদ আবেদীনকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নানা অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় ভিসিবিহীন ‘অস্থিরতায় বরিশাল বিশ্ববিদ্যালয়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্তৃপক্ষ সম্পর্কে অসত্য, বানোয়াট ভিত্তিহীন এবং এখতিয়ার বহির্ভুত ও মানহানিকর তথ্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়াও সরকারী বিধি বিধান বহির্ভুত ও অসঙ্গতিপূর্ণ কাগজপত্রে দাখিলকৃত বিভিন্ন বিল প্রদানের জন্য অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো: আতিকুর রহমানকে বিভিন্নভাবে হুমকি ও অনৈতিক চাপ প্রদান করে দাপ্তরিক কর্মকান্ডে ব্যাঘাত ও অর্থ তসরুফের পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে ।প্রায়শই অনুমতি ব্যতিত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগও করা হয়েছে।

তাঁর এসব কর্মকান্ড কেন চাকুরীর শৃঙ্খলা পরিপন্থী আচরণ বলে গণ্য হবে না এবং এ প্রেক্ষিতে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্রপ্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে রেজিষ্টার বরাবর লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

এছাড়া এসব বিষয়ে তদন্তের জন্য একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পালকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ, ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল বাতেন ও একাউন্টিং অফিসার সাজিক উদ্দীন সরদার। তদন্ত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

অভিযোগের বিষয়ে মো: মুরশীদ আবেদীনকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/এসএস

মন্তব্য করুন