তুরস্কের ৭৫ সেনা হত্যার দাবি সিরিয়ার কুর্দিদের

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯

৭৫ তুর্কি সেনাকে হত্যার দাবি করেছে সিরিয়ার কুর্দি গেরিলারা। সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ রোববার (১৩ অক্টোবর) দাবি করেছে, রাস আল আইন শহরে তাদের সঙ্গে লড়াইয়ে ৭৫ তুর্কি সেনা নিহত ও ৭ ট্যাংক ধ্বংস হয়েছে। ইরানি আন্তর্জাতিক গণমাধ্যম এক প্রতিবেদনে এখবর দিয়েছে।

এছাড়া আহত হয়েছে ১৯ তুর্কি সেনা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে রাস আল আইন শহর পুরোপুরি দখলে নেওয়ার দাবি করলেও কুর্দিরা তা প্রত্যাখ্যান করেছে।

এদিকে, তুর্কি সেনাবাহিনী তাদের সমর্থিত গেরিলাদের সহযোগিতায় নতুন নতুন এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে বলে দাবি করেছে। তুর্কি বাহিনী বলছে, তারা এরইমধ্যে তাল আবইদ শহরের পাশ্ববর্তী একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। এ পর্যন্ত তুর্কি হামলায় চার শতাধিক কুর্দি গেরিলা প্রাণ হারিয়েছে।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন