দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯

ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের আয়োজনে ইন্ডিয়া ইকনোমিক সামিটে যোগ দিতে ৪ দিনের সফরে নয়া দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে তিনি যোগ দিবেন সম্মেলনের মূল আনুষ্ঠানিকতায়।

বেলা ১০টায় নয়াদিল্লীর পালাম বিমান ঘাঁটিতে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২০৩০) আজ সকাল ৮টার দিকে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

এদিকে, সকাল থেকেই দুই দিন ব্যাপি এই সম্মেলন শুরু হয়েছে দিল্লীর তাজপ্যালেস হোটেলে। ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের নির্বাহী প্রেসিডেন্ট ক্লস সোয়াবের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়েছে উদ্বোধনী আনুষ্ঠানিকতা।

স্থানীয় সময় দুপুরে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও, বিকেলে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে সংবর্ধনা সভায় যোগ দেয়ার কথা রয়েছে তার। এই সফরে, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের পর, দুই দেশের মধ্যে অন্তত ১০টি চুক্তি-সমঝোতা সই হবে বলে আশা করা হচ্ছে।

আই,এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন