১১ লাখ টাকার অবৈধ বৈদেশিক মুদ্রাসহ আটক ১

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বিনিময়ের অভিযোগে মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকায় একটি দোকান থেকে ১০ লাখ ৯৬ হাজার ৭০৪ টাকাসহ শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) এলাকার আলাউদ্দিন স্টোর থেকে তাকে আটক করা হয়। শহিদুল জেলা সদরের পশ্চিম দেওভোগ গ্রামের বাসিন্দা। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, কাচারি এলাকার একটি দোকানে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বিনিময় করা হয়, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ অভিযানে ২৪টি দেশের আনুমানিক ১০ লাখ ৯৬ হাজার ৭০৪ টাকা জব্দসহ শহিদুলকে আটক করা হয়। প্রাথমিকভাবে অবৈধভাবে মানি এক্সচেঞ্জের ব্যবসা পরিচালনার কথা স্বীকার করেছেন তিনি। তার নামে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭ ধারায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন