পটুয়াখালীতে ছাত্র-ছাত্রীদের সতর্ক করণ সভা

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯

কাওছার আহমেদ, জেলা প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলা আওতাধীন উত্তর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাওয়ার হাউজ প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটুয়াখালীবাসী’ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন খোঁজ-খবর নেওয়া হয়। আজ মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সম্মতভাবে থাকার এবং স্বাস্থ্য ভালো রাখার করণীয় ও বড় হয়ে তারা কে কী হতে চায় এসব বিষয় নিয়ে আলোচনা করেন পটুয়াখালীবাসী স্বেচ্ছাসেবী  সংগঠনের প্রেসিডেন্ট মাহমুদ হাসান রায়হান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এবং স্কুলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম কেন, কী কারণে বাচ্চারা স্কুলে আসতে চায় না এসব বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত সুন্দর খাবার পরিবেশন করা হয়।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন