বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দ্বীপু মনি। সোমবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে এসে ভিসি নাসিরউদ্দীন এই পদত্যাগপত্র জমা দেন। তার বিরুদ্ধে আইন অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটের সম্মেলনকক্ষে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী এ সময় দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতায় দূর করতে কি পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে শিক্ষক সংগঠনগুলোর সাথে আলোচনা করে ১ মাসের মধ্য জানাতে বলেন। পরে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে দ্বিতীয় ধাপে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী। এই বৈঠকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অস্থিরতা নিয়েও ভিসিদের সাথে আলোচনা হতে পারে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন